নতুন প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী পেলো ইরাক

কুর্দি রাজনীতিক আব্দুল লতিফ রাশিদ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দেশটির পার্লামেন্ট তাকে নির্বাচিত করেছে। প্রেসিডেন্ট হিসেবে শপথের পরই তিনি মোহাম্মদ শিয়া আল সুদানিকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন।

এর মাধ্যমে গত বছরের অক্টোবরে হওয়া জাতীয় নির্বাচনের পর থেকে এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হল।

প্রেসিডেন্ট বারহাম সালেহের স্থলাভিষিক্ত হলেন ৭৮ বছর বয়সী রশিদ। বারহাম সালেহও কুর্দি রাজনীতিবিদ। 

গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) প্রেসিডেন্ট নির্বাচনে দুই দফা ভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আবদুল রশিদ পেয়েছেন ১৬০ ভোট। অন্যদিকে বারহাম সালেহ পেয়েছেন ৯৯ ভোট। 

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ব্রিটেনে পড়াশোনা করা প্রকৌশলী রাশিদ ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত ইরাকের পানিসম্পদ মন্ত্রী ছিলেন। তিনি দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট প্রার্থী বারহাম সালেহর বিরুদ্ধে জয় পান।

রাশিদ পার্লামেন্টের সবচেয়ে বড় জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্কের মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী সুদানিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক ইরানের মিত্র দলগুলোর একটি জোট।

সুদানি এর আগে ইরাকের মানবাধিকার মন্ত্রীর পাশাপাশি শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন।

ইরাকের প্রেসিডেন্ট মূলত একটি আনুষ্ঠানিক পদ। ঐতিহ্যগতভাবে একজন কুর্দি এ পদ পেয়ে থাকেন। কিন্তু একটি নতুন সরকার গঠনের পথে এ ভোট খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, নির্বাচনের পর থেকে দেশটির রাজনীতিকরা এটিই করতে ব্যর্থ হচ্ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //