ধ্বংসস্তূপের নিচ থেকে অলৌকিকভাবে বেঁচে গেল তিন শিশু

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিমেষেই যেন ঝরে গেছে হাজারও পরিবারের স্বপ্ন। আবার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েও যেন অলৌকিকভাবে বেঁচেও গেছে কেউ কেউ। তাদের মধ্যে রয়েছে শিশুরাও।    

তেমনি এক শিশুকে আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।  

তুরস্কের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় হাতায় শহরের একটি ভবনে মা–বাবার সঙ্গে থাকত পাঁচ বছরের এই শিশুটি। ভূমিকম্পে ভবনটি ধসে পড়ে। পরিবারের সদস্যদের সঙ্গে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শিশুটি। তাকে ৫২ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। পরে শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

তুরস্কের সংবাদমাধ্যম সাবাহ এক প্রতিবেদনে এই খবর জানায়। তাতে বলা হয়েছে, ধ্বংসস্তূপে চাপা পড়লেও শিশুটির শরীরে আঘাতের চিহ্ন নেই। উদ্ধারের পরে ঘটনাস্থল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে পাশের হাসপাতালে ভর্তি করা হয়।

তবে শিশুটির মা–বাবা বা পরিবারের অন্য সদস্যরা বেঁচে আছেন কি না, তা জানা যায়নি। ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়ায় এর আগেও কয়েকটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

এর আগে, সামাজিক মাধ্যমে ভেসে বেড়ানো একটি ছবিতে দেখা যায় ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে দুই ভাই–বোন। ছোট ভাইয়ের মাথায় যেন কোনো কিছুর আঘাত না লাগে, তা নিশ্চিত করতে নিজের হাত দিয়ে ভাইয়ের মাথা আগলে রেখেছে সাত বছরের বোন।

মোহাম্মদ সাফা নামের জাতিসংঘের এক প্রতিনিধি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছবিটি শেয়ার করেছেন। তিনি বলেন, ১৭ ঘণ্টা পর ওই ২ ভাই–বোন ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

তবে, জীবিত উদ্ধার হওয়া এসব শিশুদের মধ্যে কয়েকজনের সম্পর্কে বিস্তারিত জানা গেলেও বেশির ভাগের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাচ্ছে না।

সর্বশেষ হিসাব অনুযায়ী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ হাজারের বেশি। বহু মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। দুই দেশে বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়া ছাড়াও কয়েক ডজন দেশের উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //