অন্ধ নারীকে কাবা প্রদক্ষিণে সাহায্য করে প্রশংসায় নিরাপত্তা কর্মী

পবিত্র কাবা ঘর প্রদক্ষিণের মধ্যদিয়ে সোমবার (২৬ জুন) শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। এবারের হজে বিশ্বের ১৬০টি দেশের লাখ লাখ হাজি পবিত্র হজ পালনে অংশ নিয়েছেন।

লাখ লাখ মানুষের মধ্যে সকলের নজর কেড়েছেন সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর এক সদস্য। কারণ, তিনি এক অন্ধ নারী হাজিকে কাবা প্রদক্ষিণে সহযোগিতা করেছেন। আর এরপরেই সবার প্রশংসায় ভাসছেন এই নিরাপত্তা কর্মী। 

পরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে তা এরইমধ্যে ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা বাহিনীর সদস্যের পোশাকটি পেছন থেকে ধরে রেখেছেন ওই নারী। আর নিরাপত্তা বাহিনীর সদস্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তাকে সঙ্গে কর।

এদিকে সোমবার কাবা প্রদক্ষিণ শেষে মিনায় যান হাজিরা। আজ মঙ্গলবার (২৭ জুন) হাজিরা চলে আসেন আরাফাত ময়দানে। আর এখানেই আরাফাতে হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। এখানে সারাদিন অবস্থানের পর, মাগরিবের নামাজ শেষে হাজিরা চলে যাবেন মুজদালিফায়। সেখানে খোলা আকাশের নিচে সারারাত অবস্থান করবেন।

আরাফাতের দিনটি মুসলিমদের জন্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এদিন হাজিরা আরাফাতের পাহাড়ে ওঠেন। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এই পাহাড়েই তার জীবনের সর্বশেষ ভাষণটি দিয়েছিলেন।

সূত্র: আল আরাবিয়া

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //