ফিলিস্তিনিদের হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা বেড়ে ১৪৫ জনে পৌঁছেছে। আহত হয়েছে এক হাজার ১২০ জন।
ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, আজ শনিবার (৭ অক্টোবর) ভোর থেকে এ পর্যন্ত ১৪৫ জন ইসরায়েলি নিহত ও এক হাজার ১২০ জন ইসরাইলি আহত হয়েছে।
এর আগে ইসরায়েল জানিয়েছিল, আজকের হামলায় অন্তত ১০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছে। আরও কয়েকটি ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত ইসরায়েলির সংখ্যা আরও বেশি। ১৬৩ জন ইসরায়েলির প্রাণহানির খবরও দিয়েছে কোনো কোনো সংবাদ মাধ্যম।
এছাড়া, ফিলিস্তিনিরা অন্তত ৫০ জন ইসরায়েলিকে আটক করেছে। এর মধ্যে এক জেনারেলসহ বেশ কয়েকজন ইসরায়েলি সেনাও রয়েছে বলে কোনো কোনো সূত্র দাবি করেছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ফিলিস্তিনিরা ইসরায়েলের সাতটি ইহুদি উপশহরের নিয়ন্ত্রণ নিয়েছে।
সূত্র- পার্স টুডে
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ফিলিস্তিন ইসরায়েল রকেট হামলা গাজা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh