নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে

আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করল ইসরায়েল

ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামরিক পদক্ষেপ গ্রহণের অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে দেশটি সর্বাত্মক যুদ্ধে যেতে পারবে।

আজ রবিবার (৮ অক্টোবর) মন্ত্রিসভা কমিটিতে গৃহীত ওই সিদ্ধান্তে হামাসের হামলার পর নেতানিয়াহু যে ঘোষণা দিয়েছিলেন, তারই প্রতিফলন ঘটেছে। 

ইসরায়েলের মন্ত্রিসভা কমিটি নেতানিয়াহুকে সামরিক অভিযান চালানোর যে অনুমোদন দিয়েছে, তা আগামীকাল সোমবার (৯ অক্টোবর) দেশটির পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষাবিষয়ক কমিটিতে উঠতে হবে। 

এরপর নেতানিয়াহু এ সিদ্ধান্ত নেসেটের প্লেনারিতে উপস্থাপন করবেন। সেখান থেকে অনুমোদন পাওয়া গেলে ইসরায়েল সরকার দেশে জরুরি অবস্থা জারি এবং সামরিক অভিযানের জন্য প্রয়োজনীয় সেনাসদস্য পেতে সংরক্ষিত সেনাদের (রিজার্ভিস্ট) ডাকতে পারবে।

স্থানীয় সময় শনিবার সকালে গাজা উপত্যকা থেকে কয়েক হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে ফিলিস্তিনের সীমান্তবর্তী ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে সশস্ত্র হামলা চালান হামাসের সদস্যরা। আজ সকাল পর্যন্ত ওই হামলায় তিন শতাধিক ফিলিস্তিনি মৃত্যুর তথ্য জানা যায়।

ইসরায়েলি সেনারা সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র হামলাকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় আরও মৃত্যুর তথ্য পাওয়া যায়। ইসরায়েলি স্বেচ্ছাসেবী সংগঠন জাকা–এর সদস্যরা হামলায় নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করছেন। ওই সংগঠনের একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন, হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এ ছাড়া দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

অপর দিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩১৩ জনের বেশি নিহত এবং দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

সূত্র- রয়টার্স, টাইমস অব ইসরায়েল

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //