হামাসের হামলায় সন্দেহের তীর ইরানের দিকে কেন

ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের ভেতরে নজিরবিহীন হামলার পর পরই প্রশ্ন উঠেছে যে এই হামলার সঙ্গে ইসরায়েলের চির শত্রু ইরানের কোন সম্পৃক্ততা আছে কী না।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল হামাস এবং লেবাননের গেরিলা সংগঠন হেজবুল্লাহর সদস্যদের উদ্ধৃত করে একটি প্রতিবেদন তৈরি করেছে। যদিও সেখানে হামাস কিংবা হেজবুল্লাহর কোন সদস্যের নাম উল্লেখ করা হয়নি।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার জন্য ইরান এক সপ্তাহ আগে অনুমোদন দিয়েছে। তবে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের সিনিয়র কর্মকর্তারা বলছেন, ইরানের সম্পৃক্ততা নিয়ে যেসব অভিযোগ উঠছে সে বিষয়ে তাদের কাছে এই মুহূর্তে কোন তথ্য নেই।

ইরানের নেতারা হামাসের হামলায় আনন্দ প্রকাশ এবং সমর্থন জানালেও তারা দ্রুততার সাথেই তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলার সাথে ইরানের সম্পৃক্ততার অভিযোগ তোলা হচ্ছে রাজনৈতিক কারণে।

ইরানের একজন মুখপাত্র বলেছেন, অন্য দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ইরান হস্তক্ষেপ করে না। কিন্তু এ কথার অর্থ এই নয় যে ইরান এ ঘটনার সাথে জড়িত নয়।

হামাসের হামলার সাথে ইরানের সম্পৃক্ত থাকার বিষয়ে এখনো পর্যন্ত আমেরিকার হাতে কোন প্রমাণ নেই। তবে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, হামাস এবং ইরানের মধ্যে দীর্ঘ সম্পর্ক রয়েছে।

বহু বছর যাবত হামাস-এর ঘনিষ্ঠ সমর্থক এবং সাহায্যকারী হিসেবে রয়েছে তেহরান। হামাসকে অর্থ এবং বিপুল পরিমাণে অস্ত্র সহায়তা দেয় হামাস। এমনকি হামাসের কাছে রকেটও আসে তেহরানের কাছ থেকে।

ইরানের কাছ থেকে অস্ত্র যাতে গাজায় আসতে না পারে সেজন্য সরবরাহ রুট বাধাগ্রস্ত করতে নানা চেষ্টা করেছে ইসরায়েল।

বিবিসি জানায়, গাজায় অস্ত্র সরবরাহের রুট ছিল সুদান এবং ইয়েমেন হয়ে। এছাড়া লোহিত সাগর দিয়ে জাহাজের মাধ্যমে এবং মিশরের সাইনাই উপত্যকা দিয়েও বেদুঈনদের মাধ্যমে গাজায় ইরানের অস্ত্র প্রবেশ করে।

ইরান যেহেতু ইসরায়েলের অন্যতম শত্রু দেশ হিসেবে চিহ্নিত, সেজন্য ইহুদি রাষ্ট্রটিকে ক্ষতিগ্রস্ত করার স্বার্থ রয়েছে ইরানের।

ইসরায়েল-সৌদি শান্তি চুক্তিই কারণ?

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সাবেক এক সিনিয়র কর্মকর্তা বিবিসিকে বলেন, এই হামলার সাথে ইরানের সম্পৃক্ত থাকার কথা চিন্তা করা খুব বাড়তি কিছু হবে না। তিনি বলেন, ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে একটি শান্তি চুক্তি হতে যাচ্ছে - এমন খবরের প্রতিক্রিয়া হিসেবে এ হামলা হয়েছে।

কিন্তু শনিবার ইসরায়েলে হামলার জন্য ইরান সত্যিই নির্দেশ দিয়েছিল কী না সেটির প্রমাণ পাওয়া ‘কিছুটা জটিল’ বলে উল্লেখ করেন  তোমের। তিনি বলেন,  এটা সত্যি যে ইরান হামাসকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে। সিরিয়া, এমনকি ইরানের ভেতরে প্রশিক্ষণ দেয়া হয় হামাস সদস্যদের।

তোমের দাবি করেন, হামাসের সামরিক শাখার প্রধান সালেহ-আল-আরৌরি এবং হামাসের আরো নেতারা সম্প্রতি লেবানন থেকে ইরানে অনেকবার আসা-যাওয়া করেছেন। সেখানে তারা অনেক বৈঠক করেছেন, যার মধ্যে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামেনির সাথেও বৈঠক করেছে।

কিন্তু ইসরায়েলে হামলার সময়ের ব্যাখ্যা দিতে গেলে কেবল হামাস এবং ইরানের মধ্যকার ‘ঘনিষ্ঠ সম্পর্ক’টাই যথেষ্ট নয় বলে মনে করেন তোমের। তার কথায়, হামাস ইসরায়েলের ভেতরকার দ্বন্দ্ব-সংঘাত খুব ভালভাবেই জানে। ফলে, ইরান নানাভাবে হামাসকে সমর্থন দিলেও তোমের মনে করেন, ইসরায়েলে হামলার পেছনে অন্তত ৭৫ শতাংশ সিদ্ধান্ত নিয়েছে হামাস নিজেই।

এর সঙ্গে একমত তেল আবিব ইউনিভার্সিটির ইরান বিষয়ক বিশেষজ্ঞ রাজ জিম্মট। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, এটি ফিলিস্তিনিদের কাহিনী।

ইরানের বিরুদ্ধে ‘সবুজ সংকেত’ দেওয়ার অভিযোগ

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, গত সোমবার লেবাননের বৈরুতে একটি বৈঠক হয়েছে এবং সেখানে এই হামলার জন্য ইরান সবুজ সংকেত দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হামাস এবং হেজবুল্লাহর সদস্যদের উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডের সিনিয়র কর্মকর্তারা গত অগাস্ট মাস থেকে হামাসের সাথে একত্রিত হয়ে কাজ করেছে শনিবারের হামলার জন্য।

গাজা উপত্যকায় ইসরায়েলের নিরাপত্তা বেষ্টনী ঘিরে হামাস সাধারণত যে ধরনের হামলা করে শনিবারের হামলা সেগুলোর চেয়ে সম্পূর্ণ ভিন্ন রকম।

একই সাথে হাজার হাজার রকেট নিক্ষেপ, ড্রোন, গাড়ি এবং হস্ত-চালিত গ্লাইডার দিয়ে হামাস যেভাবে হামলা চালিয়েছে, তাতে বোঝা যাচ্ছে এই হামলার পরিকল্পনাকারীরা ইউক্রেন যুদ্ধসহ সাম্প্রতিক যুদ্ধগুলো ভালোভাবে গবেষণা করেছে।

রাজ জিম্মট বলেছেন, এই হামলার সিদ্ধান্ত হামাস-ই নিয়েছে। তাদের নিজেরে স্বার্থে এবং ফিলিস্তিনের বাস্তবতার আলোকে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, হামাস কি ইরানের সহায়তা ব্যবহার করেছে? অবশ্যই করেছে। এই হামলায় ইরানের স্বার্থ জড়িত ছিল? হ্যাঁ ছিল। এই হামলা করার জন্য হামাসের কি ইরানের অনুমতি নেবার প্রয়োজন ছিল? না।

সাবেক মোসাদ কর্মকর্তা হাইম তোমের বলেন, গত বেশ কয়েক বছর যাবত হামাস তাদের একটি এলিট ফোর্স গড়ে তোলার কাজ করছে।

সামনের দিনে আরো কী ঘটতে পারে এবং ইরানের সম্পৃক্ততা প্রকাশ্যে আসতে পারে কী না সেটি নিয়ে ইসরায়েলের কর্মকর্তারা সতর্কভাবে উত্তর-দক্ষিণে তাকাচ্ছে।

ইতোমধ্যে লেবাননে ইরানের ঘনিষ্ঠ মিত্র হেজবুল্লাহ ছোট-ছোট দুটি হামলা চালিয়েছে ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমি এলাকায়। ইসরায়েল বলছে তারা লেবাননের ভেতরে টার্গেট লক্ষ্য করে হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছে।

রাজ বলেন, হামাসের এই হামলা মধ্যপ্রাচ্যের বাস্তবতা বদলে দেবে এবং ইরান শুধু সহায়তা এবং সমন্বয়ের পরিবর্তে আরো সরাসরি জড়িত হবার আগ্রহ পাবে।

সূত্র- বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //