৪ হাজার টন ওজনের ৬ হাজার বোমা ছুড়েছে ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকায় এ পর্যন্ত ৪ হাজার টন ওজনের প্রায় ৬ হাজার বোমা ফেলার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের বিমান বাহিনী বলেছে, গত শনিবার থেকে তারা গাজার ৩ হাজার ৬০০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

বিমান বাহিনীর এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, যতদিন প্রয়োজন হবে আমরা নিরলসভাবে প্রবল হামলা চালিয়ে যাব।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গত শনিবার থেকে গাজায় ইসরায়েলের মুহুর্মুহু বোমা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৪১৭ জন প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে ৪৪৭ জন শিশু এবং ২৪৮ জন নারী। এ ছাড়াও, আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

সূত্র- আল-জাজিরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //