রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাবে যে প্রতিক্রিয়া জানাল হামাস

হামাস-ইসরায়েল যুদ্ধে উভয় পক্ষকে হাতাহতের সংখ্যা শূন্যে নামিয়ে আনার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘে নিযুক্ত রুশ দূতও এ যুদ্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার এমন প্রস্তাবকে ইতিবাচকভাবে নিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের দল হামাস। 

রাশিয়ার এমন প্রস্তাব নিয়ে বিবৃতি দিয়েছে হামাস। সংগঠনটি বলছে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়ার অবিরাম প্রচেষ্টাকে স্বাগত।

বিবৃতিতে হামাস জানিয়েছে, জায়নবাদের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চলমান অবস্থান প্রশংসাযোগ্য। গাজায় দখলদারিত্ব, ত্রাণ সরবরাহ বন্ধ এবং বেসামরিক লোকজনের ওপর চলমান হামলার বিরুদ্ধে তাদের অবস্থানকে আমরা স্বাগত জানাচ্ছি।

গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠকে রুশ দূত মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন যুদ্ধে উভয় পক্ষের কাছে বেসামরিক লোকজনের হতাহতের সংখ্যা শূন্যে নামিয়ে আনার আহ্বান জানান। তার সাথে একই সুরে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়ার এ প্রস্তাব এমন সময় এসেছে দেশটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ইউক্রেনে আন্তর্জাতিক অপরাধ আদলত তদন্ত করছে। দেশটির বিরুদ্ধে ইউক্রেনে বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে।

এদিকে গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) স্থল অভিযান নিয়ে সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইসরায়েল যদি গাজা উপত্যকায় স্থল অভিযান পরিচালনা করে, সে ক্ষেত্রে বেসামরিক নিহতের সংখ্যা ‘অগ্রহণযোগ্য’ পর্যায়ে পৌঁছাবে। শুক্রবার সাবেক সোভিয়েত অঙ্গরাজ্য কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক বক্তব্যে এ বার্তা দেন।

পুতিন বলেন, আবাসিক এলাকায় ভারী অস্ত্রশস্ত্রের ব্যবহার খুবই জটিল একটি ব্যাপার এবং এর পরিণতিও হবে মারাত্মক। কারণ এই পরিস্থিতি (গাজায়) স্থল অভিযান পরিচালিত হলে সাধারণ বেসামরিক নিহতদের সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছবে এবং তা কোনোভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না।

সূত্র- সিএনএন

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //