ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার। হিজবুল্লাহকে তারা উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
মার্কিন গোয়েন্দাদের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
ওয়াল স্ট্রিট জার্নালকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্ট বলেছে, বর্তমানে রুশ এসএ-২২ নামের এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ নিয়ে ওয়াগনার ও হিজবুল্লাহর মধ্যে যে আলোচনা চলছে তা পর্যবেক্ষণ করছেন আমেরিকান কর্মকর্তারা। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাটি প্যান্টসির এস-১ নামেও পরিচিত।
অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাটি রাশিয়ার তৈরি। এটি ট্রাক থেকে উৎক্ষেপণযোগ্য সারফেস-টু-এয়ার মিসাইল ও অ্যান্টি-এয়ারক্রাফ্ট আর্টিলারি অস্ত্র সিস্টেম। এটি যে কোনো ধরনের বিমান হামলা মোকাবিলায় বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও বন্দুক ব্যবহার করে।
ইউক্রেন যুদ্ধে উন্নত এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ব্যবহার করেছে রাশিয়া। এবার ইসরায়েলের বিমান হামলার ঠেকাতে এই অস্ত্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করতে পারে হিজবুল্লাহ। তবে ইসরায়েলি বোমা হামলা ঠেকাতে হামাসকে এই অস্ত্র দেওয়া হবে কিনা কিনা, তা এখনো অস্পষ্ট।
উল্লেখ্য, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে লেবাননের সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই সেখানে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। যদিও এই যুদ্ধে অন্য কোনো পক্ষকে না জড়াতে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ওয়াগনার হিজবুল্লাহ ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh