ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষে গাজার সব কিছু পরিচালনা করবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেখানে হামাস— এমনকি কোনো ফিলিস্তিনি বেসামরিক সরকারও প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
এছাড়া আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও গাজায় আপাতত ইসরায়েল কোনো যুদ্ধবিরতিতে রাজি হবে না বলেও জানিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী। এর বদলে গাজায় সর্বশক্তি প্রয়োগ করে সামরিক অভিযান অব্যাহত রাখা হবে।
তিনি বলেছেন, ‘আমাদের সব সেনাদের নিয়ে, আমাদের সর্বশক্তি নিয়ে— বিজয়ের আগ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।’
নেতানিয়াহু আরও বলেছেন, ‘হামাস গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে। সেখানে লুকানোর কোনো নিরাপদ জায়গা নেই। হামাসের সব সদস্যকে হত্যা করা হবে। আমাদের সেনারা তাদের আকাশ থেকে হামলা চালাচ্ছে; স্থল থেকে হামলা চালাচ্ছে।’
গত শনিবার (১১ নভেম্বর) নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, যুদ্ধের পর ফিলিস্তিনি অথরিটি গাজায় সরকার প্রতিষ্ঠা করবে কিনা। এমন প্রশ্নের জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, ‘গাজায় পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ থাকবে, হামাসের সদস্যদের হত্যায় প্রতিরক্ষা বাহিনীর যখন প্রয়োজন গাজায় প্রবেশ করবে।’
তিনি আরও বলেছেন, ‘আমি আপনাদের বলতে পারি যুদ্ধ শেষে গাজায় যা থাকবে না সেগুলো হলো— সেখানে কোনো হামাস থাকবে না। এমনিক সেখানে কোনো ফিলিস্তিনি বেসামরিক প্রশাসনও থাকবে না। যারা গাজার শিশুদের ইসরায়েলকে ঘৃণা করার শিক্ষা দেবে, ইসরায়েলিদের হত্যা এবং ইসরায়েলকে নিশ্চিহ্ন করার শিক্ষা দেবে। সেখানে ভিন্ন কিছু থাকতে হবে, তবে সেটি হতে হবে আমাদের নিরাপত্তা নিয়ন্ত্রণের মধ্যে।’_সিএনএন
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামাস ফিলিস্তিন গাজা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh