গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক আটক

গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল-শিফার পরিচালক ড. মোহাম্মদ আবু সালমিয়া সহ আরও কয়েকজন চিকিৎসাকর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) হাসপাতালের বিভাগীয় প্রধান খালিদ আবু সামরা বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ আবু সালমিয়াসহ আরও কয়েকজন সিনিয়র চিকিৎসককে আটক করা হয়েছে।

এছাড়াও ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরায়েলি বাহিনীর অভিযোগ, তাদের অভিযান চালানোর আগে গাজার সবচেয়ে বড় এ হাসপাতালটি হামাস কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার করেছিল। যদিও এ বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা।

কিছুদিন আগেই আল-শিফা কমপ্লেক্স ঘেরাও করে ইসরায়েলি বাহিনী। এরপর হাসপাতালের ভেতরে চালায় অভিযান। অভিযান চালানো হয়েছে প্রসূতি ওয়ার্ডেও।

হাসপাতালের একটি ভবন থেকে আরেক ভবনেও কাউকে যেতে দেওয়া হয়নি। কেউ এর চেষ্টা করলে ইসরায়েলি স্নাইপারদের আক্রমণের শিকার হতে হয়েছে তাকে।

সূত্র- আল-জাজিরা

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //