ইয়েমেন উপকূলে ইসরাইলি ট্যাংকার আটক

ইয়েমেনের অ্যাডেন উপকূলে ইসরাইলের তেলবাহী একটি ট্যাংকার আটক করেছে অজ্ঞাত একটি বাহিনী। একটি বেসরকারি গোয়েন্দা প্রতিষ্ঠান অ্যামব্রে গতকাল রবিবার এ কথা জানিয়েছে।

তারা বলেছে, ইসরাইলের জোডিয়াক মেরিটাইমের মালিকানাধীন ‘সেন্ট্রাল পার্ক’ নিজেদের দখলে নিয়েছে ওই শক্তি। তবে এর নেপথ্যে কে বা কারা তা পরিষ্কারভাবে জানা যায়নি। বার্তা সংস্থা এপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন দ্য হিন্দু।

এতে বলা হয়, বর্তমানে অ্যাডেন নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি আরব নেতৃত্বাধীন একটি জোটের সরকার। এই জোট কয়েক বছর ধরে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে।

মধ্যপ্রাচ্যে টহল দেয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম ফ্লিট। তারা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি। তবে অ্যামব্রে বলেছে, দৃশ্যত মনে হচ্ছে পরিস্থিতি মোকাবিলা করছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

এর আগে গত শুক্রবার ভারত মহাসাগরে ইসরাইলি একজন বিলিয়নিয়ারের মালিকানাধীন কন্টেইনার জাহাজ সিএমএ সিজিএম সিমি’তে আক্রমণ চালানো হয়। এ জন্য সন্দেহ করা হয় ইরানকে। বলা হয় তারা ড্রোন ব্যবহার করে এ কাজ করেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //