লেবাননের কাছে ক্ষমা চাইলো ইসরায়েলি বাহিনী

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে গোলাগুলির পরিমাণ বেড়েছে। ইরান সমর্থিত হেজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে বলে দাবি আইডিএফের।

এরই পরিপ্রেক্ষিতে লেবাননে হেজবুল্লাহ অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে এ হামলায় নিহত হয় লেবাননের সেনা। 

এদিকে, হামলায় লেবাননের সেনা নিহত হওয়ার ঘটনায় অনুশোচনা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আজ বুধবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলি বাহিনীর এ ধরনের ক্ষমা চাওয়ার ঘটনা বেশ বিরল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, লেবাননের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু ছিল না। এ ঘটনায় আইডিএফ দুঃখিত এবং এর তদন্ত করবে।

এর আগে, গতকাল লেবাননের সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয় যে ইসরায়েলি বাহিনী আদায়েস এলাকায় একটি সেনাবাহিনীর অবস্থানে বোমা হামলা চালায়। এতে একজন সেনা শহীদ হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //