গাজায় ৯৬০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে ৯ হাজার ৬০০ শিশু প্রাণ হারিয়েছে।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় হামাস। এরপর থেকেই জল, স্থল ও আকাশ পথে হামলা শুরু করে দখলদার ইসরাইলি বাহিনী। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন শত শত ফিলিস্তিনি। যার অধিকাংশই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত ২৩ হাজার ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৯ হাজারের বেশি মানুষ। হামলায় ৯ হাজার ৬০০ শিশু প্রাণ হারিয়েছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, গাজার আল আকসা হাসপাতালের ৬০০ রোগী এবং স্বাস্থ্যকর্মীদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তারা কোথায় আছে তা কেউ জানে না।

অন্যদিকে, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরই উত্তেজনা ছড়ায় লেবানন সীমান্তে। কারণ ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। এবার ইসরায়েলের হামলায় এক হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার খবর প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান বাহিনীর একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। এতে ফের ইসরায়েল ও লেবানন সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //