গাজা-ইসরায়েল যুদ্ধ

আন্তর্জাতিক প্রতিক্রিয়া হতাশাব্যঞ্জক: আল-আজহার বিশ্ববিদ্যালয় গ্রান্ড ইমাম

গাজায় চলমান গণহত্যায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া সম্পূর্ণ হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড ইমাম  আহমাদ আল-তায়িব। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড ইমামের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এমন এমন্তব্য করেন। আল-আজহারের এক বিবৃতিতে একথা জানানো হয়। 

এদিকে এএফপি জানিয়েছে, গ্রান্ড ইমাম শায়েখ আহমদ আল-তায়েব অবশ্য পশ্চিমা ও যুক্তরাষ্ট্রের সরকারের বদলে গাজা ইস্যুতে এসব অঞ্চলের জনগণের ভূমিকার প্রশংসা করেছেন। কায়রো সফরকালে গুতেরেস, শায়েখ আল-তায়েবের সঙ্গে সাক্ষাতের সময় বর্বর ইসরায়েলি হামলা ও গণহত্যার শিকার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। 

শায়েখ তায়েব বলেন, গাজায় যা ঘটছে তা প্রাচ্য-পাশ্চাত্যের বহু বছর ধরে চলে আসা যোগাযোগ ও পুণর্মিলনী এবং সেতুবন্ধন গড়ে তোলার প্রচেষ্টাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।

 এ সময় তিনি গাজার আগ্রাসনের ব্যাপারে আন্তর্জাতিক মহলের ভুমিকার সমালোচনা করলেও পশ্চিমা সমাজের জনগণের প্রশংসা করেন। 

সূত্র : আরব নিউজ

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //