আকাশসীমা খুলে দিলো জর্ডান, লেবানন ও ইরাক

ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর বেশকিছু আরব দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিলেও পুনরায় তা খুলে দিতে শুরু করেছে। আল জাজিয়া বলছে, জর্ডান, লেবানন ও ইরাক ইতোমধ্যে আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য তাদের আকাশসীমা খুলে দিয়েছে।

গতকাল শনিবার (১৩ এপ্রিল) ইরান ইসরায়েলের দিকে ড্রোন ছাড়লে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।

গত অক্টোবরে হামাসের হামলার পর ইসরায়েলি ফ্লাইট স্থগিত করার পর গত মাসের শুরুতে তেল আবিবে ফ্লাইট পুনরায় চালু করা হলেও ইসরায়েল তাদের আকাশসীমা বন্ধ করে রাখে। জর্ডান ও ইরাকও তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যে এই অস্থিরতার কারণে শনিবার রাতে ওয়াশিংটনের ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জর্ডানের আম্মানে ফ্লাইট বাতিল করা হয়। ইউনাইটেড এয়ারওয়েজ রবিবার তাদের নিউ ইয়ার্ক-দুবাই ফ্লাইট বাতিল করে।

সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স জানিয়েছে, কিছু ফ্লাইট মধ্যপ্রাচ্যের আকাশসীমার বড় অংশ এড়িয়ে গেছে। কিছু ফ্লাইট রুট পরিবর্তন করেছে। এর ফলে কিছু ফ্লাইট বিলম্বিত হচ্ছে।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, শনিবার তেল আবিব ও আম্মানগামী একাধিক ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়। বিমান সংস্থাগুলোও আজ রবিবারের নির্ধারিত পরিষেবা বাতিল করেছে।

এদিকে, ইসরায়েলের এল আল এয়ারলাইন রবিবারের ২০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। থাইল্যান্ড থেকে ইসরায়েলগামী দুটি এল আল ফ্লাইট ব্যাংককের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। যাত্রীদের অবহিত না করা পর্যন্ত বিমানবন্দরে আসতে মানা করেছে বিমান সংস্থাটি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //