ইসরায়েল ফিলিস্তিনের স্বীকৃতি দিলে অস্ত্র ছাড়বে হামাস

ইসরায়েল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিলে অস্ত্র পরিত্যাগ করবে হামাস।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়া । হামাসের এই শীর্ষ নেতা ইসরায়েলের সঙ্গে চলমান অস্ত্রবিরতি আলোচনার হামাসের নেতৃত্ব দিচ্ছেন। 

খলিল আল-হাইয়া বলেন, ‘তারা (ইসরায়েল) ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিলে আমরা অস্ত্র ত্যাগ করতেও প্রস্তুত। তখন আমরা পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে পরিণত হব। গাজা ও পশ্চিম তীরের ১৯৬৭ সাল পূর্ব সীমান্ত নিয়েই ফিলিস্তিন রাষ্ট্র হতে হবে। আন্তর্জাতিক আইন মেনে বিদেশে অবস্থানকারী সব ফিলিস্তিনি শরণার্থীকে দেশে ফেরার অধিকার দিতে হবে।’ 

এপিকে দেওয়া সাক্ষাৎকারে সশস্ত্রগোষ্ঠী হামাসের এ নেতা আরও বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হলে আমরা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনে (পিএলও) যোগ দেব। 

প্রসঙ্গত, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত পিএলও ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলোর জোট। এটা আন্তর্জাতিকভাবে ফিলিস্তিন ভূখণ্ডের প্রকৃত প্রতিনিধি হিসেবে স্বীকৃত। পিএলও-র বর্তমান নেতৃত্ব আছে হামাসের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ফাতাহের হাতে। 

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। হামাস জিম্মি করে আরও প্রায় ২৫০ জনকে। 

এ হামলার কয়েক ঘণ্টার মাথায় গাজায় যুদ্ধ ঘোষণা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

এরপর থেকে এখন অবধি অবরুদ্ধ গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ চলছে। এখন পর্যন্ত গাজায় ৩৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশ নারী ও শিশু। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //