গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করতে হানিয়াকে হত্যা: ফিলিস্তিনের প্রেসিডেন্ট

গাজা উপত্যকায় যুদ্ধকে দীর্ঘায়িত করতে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল।

গতকাল মঙ্গলবার (০৬ আগস্ট) রুশ সংবাদমাধ্যম আরআইএকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। 

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কোন সন্দেহ নেই, হানিয়াহকে হত্যার উদ্দেশ্য যুদ্ধকে দীর্ঘায়িত করা এবং যুদ্ধের পরিধি প্রসারিত করা।’

এই হত্যাকাণ্ড আগ্রাসন বন্ধ করতে এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের চলমান আলোচনায়ও নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান মাহমুদ আব্বাস। 

এদিকে বিদ্যমান সংকট নিরসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চলতি মাসেই মস্কো যাচ্ছেন মাহমুদ আব্বাস।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আরআইএ জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১২-১৪ আগস্ট রাশিয়া সফর করবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, ইরানের রাজধানী তেহরানে গত সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।

এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েল বিবৃতি দিয়ে জানায়, লেবাননের বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহ নেতা ফুয়াদ শোকরকে হত্যা করা হয়েছে।

এই দুই ঘটনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।_আল জাজিরা

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //