গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪০ হাজার ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯২ হাজার ৪০১ জন ফিলিস্তিনি।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তেল আবিবে ইতিহাসের স্মরণকালের ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। হামলায় ১২০০ জন নিহত হয় এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।
হামাসের এ হামলার পর ইসরায়েলি গোয়েন্দাবাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আত্মমর্যাদা রক্ষার্থে গাজায় পাল্টা হামলা শুরু করে। এ হামলায় গাজায় ভয়াবহ মানসিক বিপর্যয় দেখা দিয়েছে।
এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রণালয় ইসরায়েলিদের ভূমি দখল রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনিদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েলিরা অবৈধভাবে ভূমি দখল করে ভবন নির্মাণ করছে। অধিকৃত পশ্চিম তীরে তাদের দখলদারিত্ব ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি।
এক বিবৃতিতে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি একের পর এক ফিলিস্তিনিদের ভূমি দখল করে নিচ্ছে এবং জেরুজালেম থেকে এসব এলাকা পৃথক করার চেষ্টা করছে।
এ অবস্থায় ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে রুখে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রণালয় এবং সমস্যা সমাধানে দুই রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : গাজা নিহত ইসরায়েল-হামাস যুদ্ধ
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh