হাসান নাসরুল্লাহ নিহতের দাবি নাকচ করলো প্রতিরোধ যোদ্ধারা

বিমান হামলা চালিয়ে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদর দপ্তরকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলের বিমানবাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) দাবি করে তেল আবিব।

এদিকে ইসরায়েলের দাবি নাকচ করে দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির নিরাপত্তা সূত্রগুলো প্রেস টিভিকে জানিয়েছে, নাসরুল্লাহ নিরাপদ অবস্থানে রয়েছেন। বৈরুতের দক্ষিণ শহরতলীতে ইসরায়েলি বিমান হামলায় তার কোনো ক্ষতি হয়নি।

এদিকে হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিউদ্দিনও নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম।

এক সূত্রের বরাতে সংস্থাটি জানিয়েছে, দখলদার সেনাদের সর্বশেষ হামলায় কোনো হিজবুল্লাহ কমান্ডার নিহত হননি।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলীর অন্তত ছয়টি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।

ইসরায়েলি সামরিক রেডিও জানিয়েছে, এসব হামলা এফ-৩৫ যুদ্ধবিমান এবং পাঁচ হাজার পাউন্ডের বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। সূত্র: পার্স টুডে

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh