ইরান ইসরায়েলে ফের হামলা করলে ‘প্রাণঘাতী ও বিস্ময়কর’ হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। তিনি বলেছেন, ‘আমাদের হামলা প্রাণঘাতী, নির্ভুল এবং সর্বোপরি বিস্ময়কর হবে। ইরান বুঝতেই পারবে না কী হল আর কীভাবে তা হলো। তারা পরিণতি দেখতে পাবে।’
গতকাল বুধবার (৯ অক্টোবর) ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে প্রথম ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অগাস্টের পর গতকালই দুই নেতার মধ্যে ফোনে কথা হল।
তারা কী আলাপ করেছেন সে বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। তবে ইরান নিয়ে উত্তেজনা চলার মাঝে দেশটির বিরুদ্ধে ইসরায়েলের বদলার পরিকল্পনা নিয়েই বাইডেন-নেতানিয়াহু আলাপ করতে পারেন বলে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এর আগে ধারণা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রের গণমাধ্যম।
হোয়াইট হাউজ জানিয়েছে, বুধবার দুই নেতার এই ফোনালাপে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও।
ইরান এবং লেবাননে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের হামলা চলছে। এর মধ্যে নেতানিয়াহুর সঙ্গে বাইডেন ও হ্যারিসের ফোনালাপ হলো। ঠিক একই সময়ে ইরানকেও এমন কঠোর হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) এর গোয়েন্দা ইউনিট সফরের সময় তিনি বলেন, ‘গত সপ্তাহে ইসরায়েলে ইরান প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এগুলো আগ্রাসী ছিল। তবে নির্ভুল ছিল না।’
তিনি আরও বলেন, ‘ইরানের হামলায় ইসরায়েলের বিমান বাহিনীর কোনও ক্ষতি হয়নি। সব রুটই সচল আছে। কাজের ধারা অব্যাহত আছে। একটি বিমানেরও ক্ষতি হয়নি। কোনও বেসামরিক নাগরিকও ক্ষতির শিকার হয়নি।’