গত সপ্তাহে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার। তার মৃত্যুর পর ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী সংগঠনটির হাল কে ধরবেন, সে পশ্ন তখন থেকেই উঠছে। তবে নতুন উত্তরাধিকার বাছাইয়ে এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে হামাস। তবে এবার শুধু একজন উত্তরসূরি নিয়োগ না দিয়ে কাতারের দোহা ভিত্তিক একটি শাসক কমিটির হাতে দায়িত্ব তুলে দিচ্ছে ইরানপন্থী গোষ্ঠীটি।
সম্প্রতি হামাসের দুইটি সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
হামাসের একজন সুপরিচিত সূত্র এএফপিকে জানিয়েছে, হামাস নেতৃত্বের মনোভাব হচ্ছে তাদের পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত শহিদ ইয়াহিয়া সিনওয়ারের কোনো উত্তরসূরি নিয়োগ না করা। সব কিছু ঠিক থাকলে এই নির্বাচন মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে।
সূত্রটি আরও জানিয়েছে, গত আগস্টে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া তেহরানে নিহত হওয়ার পর গঠিত পাঁচ সদস্যের একটি কমিটি গোষ্ঠীটির নেতৃত্ব গ্রহণ করবে। সিনওয়ারের মৃত্যুর আগে গাজার সঙ্গে যোগাযোগের সমস্যার কারণে সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে এই কমিটি গঠন করা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিরোধ যোদ্ধাদলটির গাজা শাখার প্রধান হিসেবে নিযুক্ত হন সিনওয়ার। পরে গত জুলাইয়ে হানিয়া নিহত হওয়ার পর হামাসের সর্চোচ্চ নেতা হন তিনি।
এই কমিটি গাজা, পশ্চিম তীর এবং বিদেশে বসবাসরত ফিলিস্তিনি প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে। গাজা থেকে খলিল আল-হাইয়া, পশ্চিম তীর থেকে জাহের জাবারিন এবং বিদেশে বসবাসরত ফিলিস্তিনিদের মধ্য থেকে খালেদ মেশাল রয়েছেন। এ ছাড়া হামাসের শূরা উপদেষ্টা পরিষদের প্রধান মোহাম্মদ দরবিশ এবং রাজনৈতিক ব্যুরোর সচিব। তার নাম নিরাপত্তার কারণে প্রকাশ করা হয়নি। কমিটির সব বর্তমান সদস্য কাতারে অবস্থান করছেন।
এই কমিটির কাজ হলো যুদ্ধ এবং বিশেষ পরিস্থিতির সময় হামাসকে পরিচালনা করা এবং ভবিষ্যত পরিকল্পনা তৈরি করা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh