কুখ্যাত সেদনায়া কারাগার খুলে দেওয়ার দাবি সিরিয়ার বিদ্রোহীদের

সিরিয়ার রাজধানী দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগারে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। তারা কারাগারের ফটক খুলে বন্দিদের মুক্ত করে দিয়েছে। আজ রবিবার (৮ ডিসেম্বর) বিদ্রোহীদের পক্ষ থেকে টেলিগ্রামে এই দাবি করা হয়।

এতে বলা হয়, সেদনায়ার কারাগারে অত্যাচারের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

এর আগে বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়, তারা সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করছেন। এরই মধ্যে খবর এসেছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়েছেন। দামেস্কে গোলাগুলির খবর পাওয়া গেছে।

দামেস্কে প্রবেশের আগে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানান বিদ্রোহীরা।

এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়েছেন। তিনি বিমানে চড়ে অজানা গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। রবিবার (৮ ডিসেম্বর) সকালে এমন তথ্য দিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি। ইতোমধ্যে বিদ্রোহী যোদ্ধারা দামেস্কের ভেতরে ঢুকে পড়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। 

সিরিয়ার দুজন জেষ্ঠ্য সেনা কর্মকর্তাও বার্তাসংস্থা রয়টার্সকে আসাদের সিরিয়া ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, বিদ্রোহীরা দামেস্ক শহরে ঢুকে পড়েছে এবং কোথাও সেনা মোতায়নের চিহ্ন চোখে পড়েনি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দামেস্কের রাস্তায় হাজার হাজার মানুষ গাড়িতে চড়ে ও পায়ে হেঁটে মিছিল করছেন। তারা ‘স্বাধীনতা’ বলে স্লোগান দিচ্ছেন। 

এর আগে মাত্র একদিনের লড়াইয়ে সিরিয়ার হোমস শহর দখল করে নিয়েছিল বিদ্রোহীরা। এর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্ট আসাদের দেশ ছাড়ার খবর এলো।

এদিকে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, বিদ্রোহীরা ইতোমধ্যে দামেস্কের বিমানবন্দর ও টিভি ভবনের দখল নিয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh