বিমান হামলার পর এবার পাকিস্তানে হামলা করল আফগানিস্তান

আফগান সীমান্তের কাছে বিমান হামলায় ৪৬ জনকে হত্যার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করার পর পাকিস্তানের ‘বেশ কয়েকটি পয়েন্ট’ লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তান। এতে পাকিস্তানের ১৯ সেনা নিহত হয়েছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) এ খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম খামা প্রেস।

প্রতিবেদনে বলা হয়েছে, ডুরান্ড লাইনের বাইরে (পাকিস্তানের ভেতর) বেশ কয়েকটি পয়েন্টে হামলা সংগঠিত হয়েছে। দেশের দক্ষিণ-পূর্ব দিকে বিমান হামলার প্রতিশোধ নেওয়ার জন্য এই লক্ষ্যবস্তু করা হয়। এতে ১৯ জন পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি বলেন, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ও আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী স্থানকে আমরা এটিকে পাকিস্তানের ভূখণ্ড বলে মনে করি না। তাই আমরা অঞ্চলটি নিশ্চিত করতে পারি না।’

তবে এ বিষয়ে আলজাজিরার মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

এদিকে গতকাল শুক্রবার মন্ত্রিসভার এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, আমরা তাদের (আফগানিস্তান) সঙ্গে ভালো সম্পর্ক চাই। আমাদের নিরপরাধ মানুষদের হত্যা করা থেকে টিটিপিকে (পাকিস্তান তালেবান) থামাতে হবে। এটা আমাদের রেড লাইন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh