সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে ৭০ বছরের মধ্যে প্রথমবার কোনো নারীকে নিয়োগ দিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। নতুন গভর্নর মাইসা সাবরিন এই ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর।
ব্যাংকিং খাতে ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে মাইসার। তিনি কেন্দ্রীয় ব্যাংকের দীর্ঘদিনের কর্মী। বিশেষ করে দেশটির ব্যাংকিং খাতের তদারকির কাজটি করে আসছিলেন মাইসা।
কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দামেস্ক ইউনিভার্সিটি থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন মাইসা। মাইসা ২০১৮ সাল থেকে দামেস্ক সিকিউরিটিজ এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে সদস্য হিসেবে রয়েছেন। তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে এ দায়িত্ব পালন করছেন। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এবং এর অফিস কন্ট্রোল ডিভিশনের প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
বিদায়ী গভর্নর মোহাম্মদ ইসসাম হাজিমের স্থলাভিষিক্ত হবেন মাইসা। ইসসামকে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ২০২১ সালে এ পদে নিয়োগ দিয়েছিলেন। হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহীদের অভিযানে ৮ ডিসেম্বর ক্ষমতাচ্যুত হন বাশার আল-আসাদ। এত দিন গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ইসসাম।
সিরিয়ার অর্থনীতি ব্যাপকভাবে রাষ্ট্রনিয়ন্ত্রিত। বিদ্রোহীরা ক্ষমতা গ্রহণের পর এটিকে উদারনৈতিক করার পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে আমদানি-রপ্তানির জন্য আগাম অনুমোদন এবং বিদেশি মুদ্রা ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ তুলে নেওয়া।
এরপরও সিরিয়া ও দেশটির কেন্দ্রীয় ব্যাংক এখনো যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর আরোপিত ব্যাপক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে।
সিরিয়ার ডি ফ্যাক্টো (অঘোষিত) নেতা আহমদ আল-শারার নেতৃত্বাধীন নতুন প্রশাসনে নিয়োগ পাওয়া দ্বিতীয় নারী হলেন মাইসা। চলতি মাসের শুরুর দিকে অন্তর্বর্তী সরকারের নারীবিষয়ক মন্ত্রী হিসেবে আয়শা আল-দিবসকে নিয়োগ দেওয়া হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সিরিয়া কেন্দ্রীয় ব্যাংক
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh