সৌদি সরকারের আইনশৃঙ্খলা বাহিনী দেশজুড়ে অভিযান চালিয়ে ১৯ হাজার ৪১৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে । গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০ হাজারেরও বেশি অবৈধ অভিবাসিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
অভিযানে গ্রেপ্তারকৃতদের ১১ হাজার ৭৮৭ জনের বিরুদ্ধে বৈধ নথি ছাড়া বসবাস, ৪ হাজার ৩৮০ জনের বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্ঘন এবং ৩ হাজার ২৫১ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগ রয়েছে ১ হাজার ২২১ জনের বিরুদ্ধে। এই গ্রেপ্তারদের মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনের, ৫৬ শতাংশ ইথিওপিয়ার এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয়, চাকরি ও যাতায়াত পরিষেবা প্রদানের জন্য ১৯ জনকে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেশ ত্যাগের চেষ্টা করার অভিযোগে আরও ১৩৬ জনকে গ্রেপ্তার করেছে সৌদি নিরাপত্তা বাহিনী।
অবৈধ প্রবাসীদের আইনের আওতায় আনতে গত কয়েক মাস ধরে অভিযান চালাচ্ছে সৌদি পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি অভিযানের পর দেশটিতে গ্রেপ্তার অবৈধ প্রবাসীর সংখ্যা পৌঁছেছে ৩৩ হাজার ৫৭৬ জনে। এই গ্রেপ্তারদের মধ্যে ৩০ হাজার ২৬১ জন পুরুষ এবং নারীর সংখ্যা ৩ হাজার ৩১৫ জন।
শনিবার এক বিবৃতিতে এসব তথ্য উল্লেখ করে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ২৩ হাজার ৯৯১ জনকে তাদের নিজ নিজ দেশের দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের মধ্যে থেকে ইতোমধ্যে ১০ হাজার ৩১৯ জনকে ফেরত পাঠানো হয়েছে।
সূত্র : গালফ নিউজ
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সৌদি সরকার অভিযান অবৈধ অভিবাসী গ্রেপ্তার
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh