গাজায় যুদ্ধবিরতি শুরুর ৩ দিনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করেছে ২ হাজার ৪ শতাধিক ত্রাণবাহী ট্রাক। এর মধ্যে ৮৯৭টি ট্রাক ঢুকেছে গতকাল মঙ্গলবার।
আগের দিন সোমবার ৬৩০টি এবং বিরতির প্রথম দিন রোববার ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছিল গাজায়। গাজা এবং পশ্চিমতীরে জাতিসংঘের সহায়তা প্রকল্পের শীর্ষ কর্মকর্তা মুহান্নাদ হাদি রয়টার্সকে নিশ্চিত করেছেন এ তথ্য।
তিনি জানান, প্রবেশকৃত ট্রাকগুলোর মধ্যে ৫০টি ছিল জ্বালানিবাহী ছিল। বাকিগুলোতে ছিল ময়দা, শাকসবজি, মাংস, ওষুধ, চিকিৎসা উপকরণ, তাঁবু প্রভৃতি উপকরণ।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাস যোদ্ধাদের নজিরবিহীন হামলার পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ১৫ মাস ধরে চলা সেই ভয়াবহ অভিযানে গাজায় নিয়মিত ত্রাণ প্রবেশ করতে দেয়নি আইডিএফ।
১৫ মাস ধরে অভিযান চালিয়ে ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা এবং গাজা উপত্যকাকে ধ্বংস্তূপে পরিণত করার পর সেখানে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। গত ১৯ জানুয়ারি বুধবার কার্যকর হয়েছে এ বিরতি।
যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, বর্তমানে বিরতির প্রথম পর্যায়ে চলছে, যার স্থায়ী হবে আগামী অন্তত ৬ সপ্তাহ বা ৪২ দিন। এই ৬ সপ্তাহের প্রতিদিন গাজায় কমপক্ষে ৬ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে বলে উল্লেখ করা হয়েছে চুক্তিতে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : গাজা ত্রাণবাহী ট্রাক জাতিসংঘ ফিলিস্তিন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh