ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি

হামাসের কাছে থাকা তিন জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ১৮৩ জন ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়া হয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে উভয় পক্ষ তাদের হাতে থাকা এসব বন্দীদের মুক্তি দিচ্ছে। ইসরায়েল কারাগার পরিষেবার একজন মুখপাত্র জানান, মুক্তির আগে অধিকৃত পশ্চিম তীরের ওফার কারাগার এবং দক্ষিণ ইসরায়েলের কেটজিওট কারাগার থেকে বন্দীদের স্থানান্তর করা হয়।

গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের বহনকারী বাসগুলো দক্ষিণ গাজার খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে পৌঁছেছে। প্রায় ১৫০ জন ফিলিস্তিনি বন্দীকে বহনকারী বাস ওই হাসপাতালে পৌঁছেছে। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের স্বাগত জানান পরিবার ও স্বজনেরা। এ সময় স্বজনদের সঙ্গে তাদের আবেগ ঘন মুহূর্তের সৃষ্টি হয়। 

আজ যারা মুক্তি পেয়েছেন, তাদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন। এ ছাড়া ৫৪ জন দীর্ঘমেয়াদী কারাভোগ করছিলেন। বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৪৭ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখ ১১ হাজারের বেশি মানুষ। ইসরায়েলের হামলা থেকে বাদ যায়নি উপত্যকার স্কুল, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও। গত ১৫ মাসের হামলায় ৮০ হাজারের বেশি ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh