আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৫ পিএম
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৫ পিএম
ইরানের সঙ্গে পারমাণবিক শান্তি চুক্তিতে পৌঁছাতে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় বসা বুদ্ধিমানের কাজ হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আগের অভিজ্ঞতা আমরা বলতে পারি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় বসা ‘বুদ্ধিমান, জ্ঞানী বা সম্মানজনক নয়’।
গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি তেহরানের সঙ্গে একটি পারমাণবিক শান্তি চুক্তি করতে চান।
তেহরানের ওপর চাপ বৃদ্ধির পাশাপাশি তিনি দৃশ্যত সংলাপে বসারও চেষ্টা করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট ট্রাম্প বলেন, ইরান একটি মহান এবং সফল দেশ হোক, কিন্তু এমন একটি দেশ যার কাছে পরমাণু অস্ত্র থাকবে না।
তিনি লেখেন, একটি যাচাইকৃত পারমাণবিক শান্তি চুক্তিকেই তিনি প্রাধান্য দেবেন, যা ইরানকে শান্তিপূর্ণভাবে প্রবৃদ্ধি অর্জনে এবং সমৃদ্ধশীল করতে সাহায্য করবে।
ট্রাম্প প্রশাসন ২০১৮ সালে ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি বাতিলের পর থেকে দেশটির ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি অনুসরণ করছিল। ২০১৫ সালে স্বাক্ষরিত ওই চুক্তির আওতায় ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দিলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়।
এদিকে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, সমস্যা সমাধানে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে সুযোগ দিতে প্রস্তুত।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh