১১তম গ্রেডের দাবিতে মহাসমাবেশের ঘোষণা শিক্ষকদের

বেতন বৈষম্য নিরসনে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন-ভাতা ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবিতে আগামী ১৮ অক্টোবর বিভাগীয় সমাবেশ এবং ২৫ অক্টোবর সকাল ১০টায় রাজধানীর প্রেসক্লাবের সামনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষকরা।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর রিপোটার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে ''বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটে''র উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে এবং জাহিরুল ইসলাম জাফরের সঞ্চালনায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি জনাব শাহীনুর আক্তার।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যা সহকারী শিক্ষকদের কাম্য নয়।

এসময় আগামী ২৪ অক্টোবরের মধ্যে সরকারকে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করে ১১তম গ্রেড বাস্তবায়ন করার আহ্বান জানান নেতারা। অন্যথায় ২৫ অক্টোবরে ঢাকার মহাসমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- এইচ বি এম আছাদুজ্জামান, আমিনুল হক, অজিত পাল, এনামুল হক, সঞ্জয় কুমার দাস,  এম এম সারোয়ার, মোস্তফা জামাল উদ্দিন, আব্দুর রব লাবু, মনিরুজ্জামান, জাকির হোসেন, আব্দুর রউফ শাহীন প্রমুখ।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //