বাজেট ২০২০-২০২১

জাতীয়করণের বরাদ্দসহ শিক্ষকদের পক্ষ থেকে ৬ দাবি

আসন্ন বাজেটে ননএমপিও এবং এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণসহ ৬টি বিষয় সংসদে উত্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।

বৃহস্পতিবার (৪ জুন) এ বিষয়ে শিক্ষামন্ত্রী ও স্থায়ী কমিটির সভাপতিসহ কয়েকজন সাংসদকে সংগঠনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. আফছারুল আমিন, কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ এম এ মতিন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আযীমকে এই চিঠি দেয়া হয়।

চিঠিতে শিক্ষকদের পক্ষ থেকে ৬টি দাবি বিশেষভাবে উপস্থাপন করা হয়। এগুলো হলো- 
১. ২৫ শতাংশের পরিবর্তে সরকারি নিয়মে শতভাগ ঈদ বোনাস দিতে হবে।
২. এমপিওভুক্ত শিক্ষকদের একহাজার টাকা বাড়ি ভাড়ার পরিবর্তে সরকারি নিয়মে বাড়িভাড়া বরাদ্দ দিতে হবে।
৩. ৫০০ টাকা চিকিৎসা ভাতার পরিবর্তে সরকারি নিয়মে চিকিৎসা ভাতা প্রদানে বাজেট বরাদ্দ রাখতে হবে।
৪. একটি মাত্র টাইমস্কেল বন্ধ রেখে উচ্চতর গ্রেড দেয়ার কথা থাকলেও দীর্ঘ ৫ বছরেও তার কার্যকারিতা নেই।৫. এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রথা এবং শিক্ষা সহায়ক ভাতা চালু করতে হবে।
৬. এমপিওভুক্তি প্রক্রিয়া কোনো ভালো পদ্ধতি নয় এবং সব জায়গায় শিক্ষক হয়রানি হচ্ছে। তাই আসন্ন ২০২০-২০২১ অর্থ বছরের বাজেটে ননএমপিও এবং এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে জাতীয়করণ করতে হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //