এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার

যেসব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ভাতা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে দেয়া হচ্ছে, তাদের তথ্য চেয়েছে সরকার।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত আদেশ জারি করে।

আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে এখনো যেসব কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ভাতাদি পরিশোধ করা হচ্ছে, সেসব প্রতিষ্ঠান চিহ্নিত করে তার তালিকা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।

এমতাবস্থায় যেসব প্রতিষ্ঠানের কারিগরি শাখা এমপিওভুক্ত, কিন্তু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতাদি অদ্যাবধি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে প্রদান করা হচ্ছে, এমন প্রতিষ্ঠানগুলোর কারিগরি শাখার এমপিওভুক্তির সরকারি আদেশ, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পদবিসহ নামের তালিকা সর্বশেষ এমপিও কপি (হার্ড কপি ও সফট কপি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে পাঠাতে অনুরোধ করা হলো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //