৬৪২ শিক্ষক-কর্মচারীর ২৬ কোটি টাকা ছাড়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত ৬৪২ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধার ২৬ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ৩২৯ টাকা ছাড় হয়েছে।  

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) টাকা ছাড়ের ফাইলে সই করেন।

কল্যাণ ট্রাস্ট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, যে শিক্ষক-কর্মচারীরা ৩০ জুন ২০১৯ তারিখের মধ্যে আবেদন জমা দিয়েছেন, তাদের টাকা ছাড় করা হয়েছে। তাছাড়া যে মৃত শিক্ষক-কর্মচারীদের নমিনি ৩০ জুন ২০২০ তারিখের মধ্যে আবেদন জমা দিয়ে পরবর্তীতে দ্রুত পাওয়ার জন্য আবেদন করেছেন, তাদের টাকাও ছাড় করা হয়েছে।

আজই এ সংক্রান্ত নির্দেশ ব্যাংকে পাঠানো হয়েছে। অনলাইন ব্যবস্থায় ইলেকট্রনিক ফান্ড টান্সফারের (ইএফটি) মাধ্যমে শিক্ষক কর্মচারীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা পৌঁছে যাবে।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //