এমপিওভুক্ত হলেন ১৬১ শিক্ষক-কর্মচারী

বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত আরো ১৬১ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ১৩২, ভোকেশনাল শিক্ষাক্রমের ২৬ ও কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানে কর্মরত ৩০ জন শিক্ষক রয়েছেন।

গতকাল সোমবার (১৯ এপ্রিল) কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। 

এমপিও অনুমোদন কমিটির ১৮তম সভার সিদ্ধান্তের আলোকে কারিগরি শিক্ষা অধিদপ্তর এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে।

জানা গেছে, নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষকদের মধ্যে ২০১৯ সালে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানের শিক্ষক ও নতুন শিক্ষকরা রয়েছেন। নতুন শিক্ষকদের এমপিও মার্চ থেকে কার্যকর হবে। আর ২০১৯ সালে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও ওই বছরের জুলাই থেকে কার্যকর হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //