গুরুতর অসুস্থ গিটারিস্ট সুমন, পঙ্গুত্বের আশঙ্কা

অর্থহীন ব্যান্ডের গায়ক ও দেশসেরা বেজ গিটারিস্ট সুমন শারীরিকভাবে গুরুতর অসুস্থ। বেশ কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। শরীরে জরুরি অস্ত্রোপচারের কারণে পঙ্গুত্ব বরণের আশঙ্কাও রয়েছে!

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি সুমন নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

ক্যানসার ও দুর্ঘটনার জন্য এ পর্যন্ত তার শরীরে ১৫টির বেশি অস্ত্রোপচার হয়েছে। তার মেরুদণ্ডের হাড় ভাঙা। এ কারণে দুটি ডিস্ক বসানো হয়েছিলো। মেরুদণ্ডের জন্যই আবার অস্ত্রোপচারের দরকার হলো। এ জন্য আগামী ১৯ মার্চ জার্মানি যাবেন তিনি। সেখানেই হবে অপারেশন।

সুমন বলেন, ‘আমার শরীরের অবস্থা ভালো না। সারা দিন বিছানায় শুয়ে থাকতে হয়। আমার স্পাইনের অবস্থা খুব খারাপ। ১৯ তারিখ সার্জারির জন্য জার্মানি যাচ্ছি। যদিও ডাক্তাররা খুব একটা আশাবাদী নন। সার্জারি অসফল হলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক কী হয়!’

গত বছরের সেপ্টেম্বরে জার্মানিতে গিয়ে মেরুদণ্ডের সর্বশেষ অপারেশন করিয়েছিলেন সুমন।

এদিকে সম্প্রতি ইউটিউবে এসেছে এই গায়কের নতুন গান ‘প্রথম’। মাসুদ হাসান উজ্জ্বলের চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাসের’ জন্য এটি তৈরি করা হয়। এর মাধ্যমে প্লেব্যাকে প্রথমবারের মতো গাইলেন বেজবাবা-খ্যাত এ গায়ক।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //