আবারো মঞ্চে গাইলেন এন্ড্রু কিশোর

ক্যান্সারে আক্রান্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ছয় মাস পর আবারো গান গাইলে মঞ্চে। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিঙ্গাপুরের জালান বুকিত মেরাহর গেটওয়ে থিয়েটারে এক কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টের শিরোনাম ‘এন্ড্রু কিশোরের জন্য ভালোবাসা’। সেখানেই গাইলেন তিনি।

এসময় এন্ড্রু কিশোরের পরনে ছিল লাল রঙের পাঞ্জাবি ও কালো হ্যাট। এই প্লেব্যাক কিংবদন্তি নিজে হাতে মাইক্রোফোন নিয়েছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন, তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি। কণ্ঠে গানের কথাও তুলে নিয়েছেন। তার সঙ্গে কণ্ঠ মেলাতে গিয়ে কেঁদেছেন অনেক ভক্তও।

এতে গান গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন, মিতালী মুখার্জি ও এন্ড্রু কিশোরের ছাত্র মোমিন বিশ্বাস।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে কেমো থেরাপি ও চিকিৎসা নিচ্ছেন তিনি।

জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেও গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানে’সহ অসংখ্য জনপ্রিয় বাংলা গান উপহার দিয়েছেন শ্রোতাদের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //