জর্জ ফ্লয়েডকে নিয়ে ফকির আলমগীরের গান

যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে নিহত হওয়া কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে নিয়ে গান গাইলেন ফকির আলমগীর। কী আমার বর্ণ কী আমার ধর্ম, আমি কৃষ্ণাঙ্গ নাকি শ্বেতাঙ্গ, থাকবে কেন এই বৈষম্য, আমি মানুষ, মানুষ হয়েই জন্ম—এমন কথায় সাজানো গানটি। 

গানটি লিখেছেন কবির বকুল। তার সঙ্গে যৌথভাবে কথাগুলোতে সুর দিয়েছেন ফকির আলমগীর। সংগীতায়োজনে ছিলেন অনু মুস্তাফিজ। 

সম্প্রতি গানটি রেকর্ড করা হয় ঢাকার একটি স্টুডিওতে।

গানটি প্রসঙ্গে কবির বকুল  বলেন, ‘ফকির ভাই তো বরাবরই বৈষম্য বা বর্ণবাদ বিষয়ে সোচ্চার থাকেন। তো গেল সপ্তাহ আরেকটি বিশেষ গানের বিষয়ে কথা হচ্ছিল আমাদের। হঠাৎ করেই তিনি বললেন, বকুল ফ্লয়েডকে নিয়ে দ্রুত একটা গান লিখে দাও। গানে গানে আমাদেরও এই প্রতিবাদে শামিল হওয়া দরকার। উনার কথায় উৎসাহ পেলাম। রাতেই লিখে পাঠিয়ে দিলাম। ফোনে ফোনে সুরও করে ফেললাম দুজনে। একদিন পর ফকির ভাই আমাকে ছবি পাঠালেন রেকর্ডিং স্টুডিও থেকে- পিপিই পরা! আমি তো অবাক। গানটা রেকর্ড করে ফেললেন।’

ফকির আলমগীর বলেন, ‌‘জর্জ ফ্লয়েডের ঘটনাটি সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। তার জন্য আমি নিজেও ব্যথা অনুভব করছি। প্রথম দিন থেকেই মনে হচ্ছিলো এটার প্রতিবাদ করা দরকার। গান বানানো দরকার। ঘরবন্দি থেকে ছটফট করছিলাম। অবশেষে বকুলকে পেলাম। ও দ্রুত সময়ের মধ্যে গানটা লিখে দেওয়ায় কাজটা এগিয়ে গেল অর্ধেক। পরে অনু মুস্তাফিজের সহযোগিতা আর পিপিই’র ওপর ভরসা করে রেকর্ডিং শেষ করলাম।’

রেকর্ডিং শেষে এখন চলছে এর মিক্সিং ও ভিডিও নির্মাণ প্রক্রিয়া। জানা গেছে, ভিডিওতে স্থান পাবে ঐতিহাসিক কিছু পুরনো ফুটেজ। শুধু তাই নয়, গানটি প্রকাশ করা হবে আন্তর্জাতিক একাধিক প্ল্যাটফর্মের মাধ্যমে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //