মুগ্ধতা ছড়াচ্ছে কবীর সুমন-আসিফের প্রথম গান

জীবনে প্রথমবারের মতো নন্দিত গীতিকার, সুরকার, গায়ক, সংগীত পরিচালক কবীর সুমনের কথা ও সুরে কণ্ঠ দিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। 

ইতিমধ্যেই কবীর সুমনের কথা ও সুরে ‘কে তোমার আম্মা কে তোমার বাবা, কাদের বোমায় ছিল যুদ্ধের থাবা, কাকে বলে ছেলেবেলা জানতে কি পেলে, তিন বছরের সেই সিরিয়ার ছেলে।’ গানটি গেয়ে মুগ্ধতা ছড়িয়েছেন আসিফ।

‘সিরিয়ার ছেলে’ গানটি প্রকাশ হয়েছে আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে। গানটির সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। 

এ ব্যাপারে আসিফ আকবর বলেন, ‘শ্রদ্ধেয় কবীর সুমনের সঙ্গে গান করাটা আনন্দ ও সম্মানের বিষয়। সিরিয়ার সেই শিশুটি যে বলেছিল আল্লাহর কাছে বিচার দেবে, তাকে নিয়ে এই গানটি। অদ্ভুত আবেগপূর্ণ গানটি আশা করি সবার ভালো লাগবে।’

আসিফের গায়কী শুনে মুগ্ধ হয়েছেন কবীর সুমন। কয়েকদিন আগে তিনি বলেছেন, ‘আমার জীবন সায়াহ্নে, এই বায়াত্তরে চলমান জীবনে এ এক নতুন বর্ণময় অভিজ্ঞতা। আরো দুটি গান পাঠিয়ে দিয়েছি শিল্পীকে। তিনি শিখে নিচ্ছেন। এত মন দিয়ে, যত্ন করে শিখে নিচ্ছেন, যন্ত্রীরাও এত যত্ন নিয়ে বুঝে নিচ্ছেন আমার রচনার সঙ্গে কী বাজাতে হবে এবং কীভাবে, কী বলবো। জীবনের এই সাঁঝবেলা পেরিয়ে ভারি মনোরম অভিজ্ঞতা। আসিফ আকবরের শিষ্টাচারও স্মরণীয়।’


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //