না ফেরার দেশে সঞ্জীব দে

সংগীতগুরু সঞ্জীব দে মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, দেশের সবচেয়ে সফল ও জনপ্রিয় সংগীতগুরু হিসেবে পরিচিত সঞ্জীব দে। পারিবারিক সূত্র ধরেই সংগীতে তার পদচারণ। ১৯৭৪ সাল থেকে প্রায় ৫ দশক ধরে তিনি সংগীতে নিজের অবদান রাখছেন।

সঞ্জীব দে দাদা ছিলেন পেয়ারী মোহন দে বিখ্যাত বাঁশিবাদক এবং বাবা মিথুন দে উচ্চাঙ্গ সংগীতের নামকরা গুরু। চলতি প্রজন্মের অসংখ্য শিল্পী তার হাত ধরেই সংগীতাঙ্গনে এসেছেন। শাকিলা জাফর, আলম আরা মিনু, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীরসহ রয়েছেন আরো অনেকে।

এদিকে, তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংগীত সংশ্লিষ্টরা।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //