পপ শিল্পী জানে আলম মারা গেছেন

৮০’র দশকের সাড়া জাগানো সংগীত শিল্পী জানে আলম মঙ্গলবার (২ মার্চ) রাত ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। 

জানে আলম করোনায় আক্রান্ত হন মাস খানেক আগে। এরপর করোনামুক্ত হলেও নিউমোনিয়া ধরা পড়ে তার। অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবারই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 

জানে আলমের জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে। গানের শুরুটা স্বাধীনতার পর পরই। প্রথম অ্যালবাম ‘বনমালী’ দিয়ে তৈরি হয় জানে আলমের পরিচিতি। সে সময় ‘পপ সম্রাট’ আজম খান তাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। পপ গানের মধ্যে ফোক ধাঁচ এবং আধ্যাত্মবাদ যুক্ত করে গান করা তার বৈশিষ্ট্য। মানুষের পছন্দের সাথে মিলিয়ে নতুন ধারা তৈরি করার জন্যই তার এমন গান করা।

তার নিজের গাওয়া গানের সংখ্যা চার হাজারের মতো। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- একটি গন্ধমের লাগিয়া, বাবা ভাণ্ডারী, স্কুল খুইলাছে, আমার অন্তরায়, বৈশাখে তোমার সাথে ইত্যাদি। এ ছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার। বাংলাদেশের অনেক পরিচিত শিল্পীই গেয়েছেন তার গান।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //