করোনায় আক্রান্ত সংগীতশিল্পী ফরিদা পারভীন

করোনায় আক্রান্ত হয়েছেন একুশে পদক প্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ইমাম জাফর নোমানী।

শনিবার (১০ এপ্রিল) ইমাম জাফর নোমানী তার ব্যক্তিগত ফেসবুকে এ কথা জানান।

 

তিনি ফেসবুকে লেখেন, ‘আমার আম্মা কণ্ঠশিল্পী ফরিদা পারভীন করোনায় আক্রান্ত। তার চিকিৎসা চলছে। আমরা সবাই আপনাদের দোয়াপ্রার্থী।’

তিনি গণমাধ্যমে আরো জানান, ‘আম্মার জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা দিলে ৭ এপ্রিল করোনা টেস্ট করান। ৮ এপ্রিল সন্ধ্যায় আমরা পজিটিভ রিপোর্ট পাই। তার শরীরের অবস্থায় খুব বেশি খারাপ হতে থাকে। অক্সিজেন লেভেল পড়ে যাচ্ছিল।’

শিল্পীর বর্তমান অবস্থা প্রসেঙ্গ বলেন, ‘এখন আম্মার অক্সিজেন লেভেল ভালো আছে। বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। বাইরে থেকে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালের ডাঃ মেহেদী হাসান পরামর্শ দিচ্ছেন।’

উল্লেখ্য, লালনের গান গেয়ে খ্যাতি পান ফরিদা পারভীন। তাই তিনি ‘লালন কন্যা’ নামেও পরিচিত। ১৯৮৭ সালে ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক অর্জন করেন। এছাড়া ২০০৮ সালে জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে ১৯৯৩ সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //