হাসপাতাল ছাড়লেন ফরিদা পারভীন

করোনাভাইরাসে আক্রান্ত লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি ঘটায় তাকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়েছে।

(৮ এপ্রিল) করোনাভাইরাস শনাক্তের পর (১২ এপ্রিল) থেকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন ৬৭ বছর বয়সী এ শিল্পী।

বুধবার (২১ এপ্রিল) তার বাসায় ফেরার তথ্য জানিয়েছেন ইউনিভার্সেল হাসপাতালের পরিচালক।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, মঙ্গলবার সকালে ফরিদা পারভীনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তিনি বাসায় গিয়ে আইসোলেশনে থাকবেন।

তিনি বলেন, ফরিদা পারভীনের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এলেও তিনি এখন অনেকটাই সুস্থ। করোনাভাইরাসের কোনও উপসর্গ নেই; অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে।

ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা, ডায়াবেটিস, উচ রক্তচাপে ভুগছিলেন।

হাসপাতালে ভর্তির আগে চিকিৎসকদের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে।

নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানে ক্যারিয়ার শুরুর পর লালনসংগীতে মনোনিবেশের পর শ্রোতাদের মাঝে আলাদা গ্রহণযোগ্যতা পান ফরিদা পারভীন। বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //