জ্যাকসনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আবারো খারিজ

পপসম্রাট মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ আবারো খারিজ করে দিয়েছেন আদালত।

এবার লস এঞ্জেলস আদালত জানিয়ে দিয়েছেন মাইকেল জ্যাকসন স্টেটের বিরুদ্ধে ওয়েড রবসনের এই মামলা নিতে আর রাজি নয় তারা।

সুপিরিয়র কোর্টের বিচারক মার্ক এ ইয়াং রায়ে লিখেন, বাদী জ্যাকসনের উপর এখন পর্যন্ত তিনদফা অভিযোগ এনেছেন। কিন্তু তিনি অভিযোগের পক্ষে তেমন কোনো যুক্তি তিনি দেখাতে পারেননি। বিবাদী ও বাদীর মধ্যে বিদ্যমান কোনো বিশেষ সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি।

এই মামলার কোনো প্রকার প্রমাণই আনতে পারেননি ওয়েড। তাই আদালত জ্যাকসনের বিরুদ্ধে করা এই অভিযোগটি প্রত্যাখান করছেন।

এদিকে ওয়েডের পক্ষ থেকে জানানো হয়, আবারো মামলাটি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল করবেন তিনি ও তার আইন পরামর্শক।

১৯৮০’এর দশকের ওয়েড রবসন ও জেমস সেফচাক নামের ৭ ও ১০ বছর বয়সী দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল পপসম্রাট মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে। এ বিষয় নিয়ে ড্যান রিড নির্মাণ করেছেন ‘লিভিং নেভারল্যান্ড’ নামের তথ্যচিত্র। 

এক কিশোরের অভিযোগের ভিত্তিতে ২০০৩ সালে পুলিশ তার ক্যালিফোর্নিয়ার খামারবাড়ি নেভারল্যান্ডে তল্লাশি করে। সেই খামারবাড়ির নাম অনুসারে তথ্যচিত্রের নামকরণ করা হয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //