ঈদে আসছে শেখ সাদীর ‘অভিমান’

‘আমি তোমাতে শুধু ঘুরপাক খাই/ ভুল করেও ভুলতে পারি নাই/ হঠাৎ আছো,  হঠাৎ নাই/ শূণ্য কবিতা খালি পুরোটাই’-এবারের ঈদে এমন কথার গান নিয়ে আসছেন এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাদী। 

এরইমধ্যে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে সংগীতাঙ্গনে চমক সৃষ্টি করেছেন এই তরুণ শিল্পী। এবার ঈদে ‘অভিমান’ শিরোনামে নতুন গান-ভিডিও নিয়ে ভক্ত-শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি।

গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন সাদী নিজেই। সংগীতায়োজনে আলভী আল বেরুনী।

কুয়াকাটার বেশ কয়েকটি মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। ভিডিওতে শেখ সাদীর সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে জান্নাত উল ফেরদৌসকে। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

শেখ সাদী বলেন, ‘শুভাকাঙক্ষীরা সবসময় আমাকে অনুপ্রেরণা দেন নতুন গান করার জন্য। তাদের সবার অনুপ্রেরণায় নতুন এই গান। আশা করি সবাই উপভোগ করবেন।’

আগামী ৪ মে (মঙ্গলবার) ধ্রুব মিউজিক স্টেশনের  ইউটিউব চ্যানেলে গানচিত্রটি অবমুক্ত করা হবে। পাশাপাশি শোনা যাবে বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাস এবং স্বাধীন মিউজিক অ্যাপে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //