বিটিএসের ৩ সদস্য করোনা আক্রান্ত

যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড গ্রুপ বিটিএসের তিন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

করোনা মহামারি শুরুর পর প্রথমবারের মতো ব্যান্ডদলটি সরাসরি কনসার্টে অংশ নিয়েছিল। এর পরই প্রথমে সুগা, পরে আরএম ও জিন করোনায় আক্রান্ত হন।

গত শনিবার (২৫ ডিসেম্বর) গ্রুপ ম্যানেজমেন্ট এ খবর জানিয়েছে। 

সুগা, জিন ও আরএম

সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় র‌্যাপার আরএম ও জিনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর একদিন আগে সুগার করোনা আক্রান্তের খবর ঘোষণা করা হয়। 

করোনা মহামারি শুরুর পর প্রথমবারের মতো ব্যান্ড গ্রুপটি অফলাইনে কনসার্টে অংশ নেয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত কনসার্টটি আয়োজিত হয়। এরপর থেকে তারা ছুটি কাটাচ্ছিল। আক্রান্ত তিনজনকেই বিভিন্ন দিনে দক্ষিণ কোরিয়ায় ফিরিয়ে আনা হয়। 

করোনায় আক্রান্ত আরএম ও সুগা উপসর্গহীন। জিনের সামান্য জ্বর রয়েছে। আক্রান্ত তিনজনই করোনার টিকার পুরো ডোজ গ্রহণ করেছিল। 

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার ওমিক্রন ধরনে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। -এএফপি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //