গ্র্যামির আসরে জন বাতিস্তের জয়জয়কার

সংগীত জগতের সবচেয়ে আলোচিত পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড। গতকাল রবিবার (৩ এপ্রিল) রাতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় বসে ৬৪তম বার্ষিক গ্র্যামি পুরস্কারের আসর।

বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারণে জানুয়ারির পরিবর্তে এপ্রিলে অনুষ্ঠিত হলো গ্র্যামি। আর পুরস্কার ঘোষণার সন্ধ্যা স্মরণীয় হয়ে থাকল যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষণে।

আয়োজনের শুরু হয় দ্য ডেইলি শোর জনপ্রিয় উপস্থাপক ট্রেভর নোয়ার কৌতুক দিয়ে। 

অলিভিয়া রডরিগো 

এবারের গ্র্যামি পুরস্কারের আসরের সবচেয়ে বড় বিজেতা জন বাতিস্তে। ১১ বিভাগে মনোনয়ন পাওয়া এই তারকা শিল্পী পাঁচ বিভাগে গ্র্যামি জিতেছেন। যার মধ্যে আছে ‘উই আর’-এর জন্য বছরের সেরা অ্যালবামের পুরস্কার।

ব্রুনো মার্স ও অ্যানডারসন পাকের মতো তারকাদের নিয়ে গড়া ব্যান্ড দল ‘সিল্ক সনিক’ বছরের সেরা রেকর্ডসহ চার বিভাগে গ্র্যামি জিতেছে। এছাড়া মার্কিন পপ তারকা অলিভিয়া রডরিগো ও যুক্তরাষ্ট্রের সিয়াটলের রক ব্যান্ড ফু ফাইটারস তিনটি করে গ্র্যামি জিতেছে।

বছরের সেরা বৈশ্বিক পরিবেশনা বিভাগে ‘মোহাব্বত’ এর জন্য গ্র্যামি জিতেছেন আরুজ আফতাব। প্রথম পাকিস্তানি নারী হিসেবে গ্র্যামি জেতার গৌরব অর্জন করলেন তিনি।

আরুজ আফতাব

৮০টির বেশি বিভাগে গ্র্যামি দেওয়া হয়েছে এবারের আসরে।

এক ঝলকে গ্র্যামি অ্যাওয়ার্ডের বিজয়ীরা

বছরের সেরা রেকর্ড :‘লিভ দ্য ডোর ওপেন’ এর জন্য সিল্ক সনিক।

বছরের সেরা গান : ‘লিভ দ্য ডোর ওপেন’ এর জন্য সিল্ক সনিক।

বছরের সেরা অ্যালবাম : ‘উই আর’ এর জন্য জন বাতিস্ত।

বছরের সেরা নবাগত শিল্পী : অলিভিয়া রডরিগো

বছরের সেরা একক পপ গান : ‘ড্রাইভারস লাইসেন্স’ এর জন্য অলিভিয়া রডরিগো

বছরের সেরা দ্বৈত বা দলগত পপ গান : ‘কিস মি মোর’ এর জন্য ডোজা ক্যাট ফিচারস এসজেডএ।

বছরের সেরা রক অ্যালবাম : ‘মেডিসিন অ্যাট মিডনাইট’ এর জন্য ফু ফাইটারস।

বছরের সেরা রক সংগীত : ‘ওয়েটিং অন আ ওয়ার’ এর জন্য ফু ফাইটারস।

বছরের সেরা রক পরিবেশনা : ‘মেকিং আ ফায়ার’ এর জন্য ফু ফাইটারস।

বছরের সেরা কান্ট্রি অ্যালবাম : ‘স্টার্টিং ওভার’ এর জন্য ক্রিস স্ট্যাপলেটন।

বছরের সেরা কান্ট্রি সংগীত : ‘কোল্ড’ এর জন্য ক্রিস স্ট্যাপলেটন।

বছরের সেরা ড্যান্স রেকর্ডিং : ‘অ্যালাইভ’ এর জন্য রুফুস দু সল। 

বছরের সেরা পপ ভোকাল অ্যালবাম : ‘সাওয়ার’ এর জন্য অলিভিয়া রডরিগো।

বছরের সেরা বৈশ্বিক সংগীত পরিবেশনা : ‘মোহাব্বত’ এর জন্য আরুজ আফতাব।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //