মান্নাকে নিয়ে আসিফের গান

১৪ এপ্রিল নায়ক মান্নার জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। প্রয়াত এই অভিনেতার জন্মদিন উপলক্ষে ‘স্বপ্নের বাজিগর মান্না’ শিরোনামে একটি গান মুক্তি পেয়েছে। কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।

গানটি গেয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। কথা লিখেছেন আমীনূর রহমান ও সুর করেছেন কিশোর দাশ। গানটি উন্মুক্ত করার জন্য নায়ক মান্নার নিজ হাতে গড়া কৃতাঞ্জলির অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নির্মাতা সোহানুর রহমান সোহান, চিত্রনায়িকা সাথী, সংগীত পরিচালক ইবরার টিপু, সংগীতশিল্পী কান্তা, প্রয়াত অভিনেতার স্ত্রী শেলী মান্না প্রমুখ।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এ সময় শেলী মান্না বলেন, ‘‘প্রয়াত অভিনেতা, আমার স্বামী এস এম আসলাম তালুকদার মান্না আমাদের মাঝে নেই। তবে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো নিজে ধরেছি। মান্না চলে যাওয়ার আজকের দিনই আমরা মান্না ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি, কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেল ও ওটিটির যাত্রা শুরু করি। বাংলাদেশের এই জনপ্রিয় নায়ককে স্মরণ করে দুটি গান রেকর্ড করা হয়েছে। যার মধ্যে আজ আসিফ আকবরের ‘স্বপ্নের বাজিগর মান্না’ শিরোনামের গানটি প্রকাশ করা হলো। আরেকটি আমার লেখা গান, সেটিও আমরা খুব দ্রুত প্রকাশ করব।’’

নির্মাতা সোহানুর রহমান সোহান বলেন, ‘আমাদের মহানায়ক মান্না। চলচ্চিত্রে অনেক দিয়েছেন। চলচ্চিত্রে তার অবদান ভোলার নয়। আজ মান্না নেই কিন্তু তাকে নিয়ে একসময় রিচার্স হবে। তার সম্পর্কে জানার জন্য তাকে নিয়ে অনেকে গবেষণা করবে। কেননা মান্না এমন একজন নায়ক ছিল যে, বাংলা চলচ্চিত্রের উন্নয়নের জন্য নিজেকে সবসময় নিয়োজিত করেছেন।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //