কানাডার টরন্টোয় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে আশঙ্কামুক্ত নয়, তাই হাসপাতালের আইসিইউতে রেখেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) নিবিড়ের মা নাঈমা সুলতানার ঘনিষ্ঠ আত্মীয়ের বরাত দিয়ে কানাডাপ্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরো জানান, কুমার নিবিড়ের মস্তিষ্কে এমআরআই সম্পন্ন হয়েছে। তাকে টিউবের মাধ্যমে সামান্য তরল খাবার খাওয়ানোর চেষ্টা করা হয়েছে।
হাসপাতালে থাকা সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের কাকাতো ভাই অভিজিৎ দে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, সবাই নিবিড় বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। সে একটু একটু করে সুস্থ হয়ে উঠছে।
নিবিড়ের বাবা সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও মা নাঈমা সুলতানা বর্তমানে সেখানে আছেন।
প্রসঙ্গত, গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত নিহত হন। এ ঘটনায় কুমার নিবিড় গুরুতর আহত হন। তারা চারজনই কানাডার হাম্বার কলেজের শিক্ষার্থী।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh