রমজানে ‘মক্কার আজান’ শোনাবেন বিপ্লব

নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড ‘প্রমিথিউসে’র প্রধান ও ভোকাল বিপ্লব যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন দীর্ঘদিন। সেখানে গিয়ে সঙ্গীত জগত থেকে কিছুটা দূরে সরে গেলেও, আবারও ধীরে ধীরে গানে নিয়মিত হচ্ছেন তিনি।

‘স্বর্ণালি ভোরে’ কিংবা ‘চাঁন্দের বাতির কসম দিয়া ভালোবাসিলি’ গানগুলো দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছিলেন বিপ্লব। মাঝে আলোচনার বাইরে থাকলেও তার ভক্তরা তো এখনও আছেন।

ইউটিউবে ভেসে বেড়ানো নিজের কোনো পুরনো গান সামনে এলেই শুনে নেন। নস্টালজিয়ায় ভেসে যান। মনে পড়ে যায় তার সোনালি সময়ের কথা।

সম্প্রতি বিরতি কাটিয়ে নতুন গান প্রকাশ করছেন বিপ্লব। দুই মাস আগে প্রকাশ পায় তার ‘আমি অনেক দিনের পরে আবার’ শিরোনামের গান। এবার আরো একটি গান প্রকাশ করতে যাচ্ছেন এই গায়ক।

বিপ্লবের এবারের গানের শিরোনাম ‘মক্কার আজান’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা, সুর ও সঙ্গীত করেছেন তিনি নিজেই। 

যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে। ক্যামেরায় ছিলেন আনিসুর রহমান দীপু, এডিটিং করেছেন শাহীন শেখ আর কাভার ডিজাইন করেছেন মোঃ মাসুম বিল্লাহ।

বিপ্লব জানিয়েছেন, সব ঠিক থাকলে আসছে রমজানের প্রথম দিনে ‘মক্কার আজান’ গানটি প্রকাশ করবেন তিনি। এটি উন্মুক্ত করা হবে ‘বিপ্লব প্রো’ নামের ইউটিউব চ্যানেলে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //