বরফ জমা নদী থেকে পুতিনের সমালোচক গায়কের লাশ উদ্ধার

ভ্লাদিমির পুতিনের সমালোচনাকারী এক রাশিয়ান পপ গায়ক বরফ জমা ভলগা নদী পার হতে গিয়ে মারা গেছেন। নিউইয়র্ক পোস্ট এই খবর জানিয়েছে।

৩৫ বছর বয়সী ওই গায়কের নাম দিমা নোভা, আসল নাম দিমিত্রি সিভিরজুনভ। তিনি জনপ্রিয় সংগীত দল ক্রিম সোডার প্রতিষ্ঠাতা।  

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ১৯ মার্চ ভাই ও তিন বন্ধুর সঙ্গে ভলগা নদী পার হওয়ার সময় বরফের নিচে ডুবে যান। দুই বন্ধুকে বরফের নিচ থেকে উদ্ধার করা হয়। তৃতীয়জন মানে দিমা নোভা অ্যাম্বুলেন্সে মারা যান।  

দিমা নোভা নিজের যে গানে পুতিনের সমালোচনা করেন, সেটি রাশিয়ায় যুদ্ধবিরোধী আন্দোলনে জাতীয় সংগীতের মতো ব্যবহৃত হতো।

তার জনপ্রিয় ও বিতর্কিত গানের নাম ‘অ্যাকুয়া ডিস্কো’। ইউক্রেনে হামলা নিয়ে মস্কোয় আন্দোলনে গানটি এখনো প্রায়ই গাওয়া হয়।  

নোভা তার এই গানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বাড়ি নিয়ে সমালোচনা করেন। এই গানের নামে আন্দোলনটি ডিস্কো পার্টিস নামেও পরিচিত।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //